ধানের পালক আঁকা বুকের পাঁজর
হয়তো প্রথম এই নীচে তাকালেন আর
দেখতে পেলেন
পায়ের তলার দিকে আলগোছে বসে থাকা
অবাধ্য কাঁটাটি
চামড়া ছাড়িয়ে কিছু ঢুকেছে ভিতরে,আর ত্রাহি ত্রাহি ডাক...
পরিত্রাণ পেতে যেই জ্বলে উঠলেন, আপামর জ্বলল ভারত!!!
আকাশ ছোঁয়ার জন্য বাকি কেউ নেই আর
, সব গাছ ঘুড়ির সমান
উড়ছে ধোঁয়াশাঘেরা শহরের মধ্য
থেকে মাটিমাখা তুলসীতলায়
মলিন জামার মধ্যে বেজে ওঠা রিং
টোনে অশ্বক্ষুরধ্বনির মায়ায়
অথবা শাড়ির
ভাঁজে হেসে হেসে ভার্চুয়াল ঝরেঝরে পড়া রিমঝিম
ধানের ভিতর থেকে দুধ তুলে নিয়ে
যাওয়া সেই সব বিষধর নাগরিক সাপ
রেখেছি মাথায় যত্নে, আহ্লাদের যমুনায় আমাদের
ফেলে দেওয়া পাপ
এখন নৈঃশব্দ তাই ভীষণ মুখর হয়ে
ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে
বাঁশি বাজছে শব্দহীন, চুপকথা অন্ধকার , নীরব সে শনশন হাওয়ার
পৌঁছচ্ছে কারুর কানে ? আছো কেউ আশেপাশে , এই কালো-আলো-অন্ধকারে
?
শহুরে হয়েও যাঁর ধানের পালক আঁকা
পাঁজরে বুকের , সে-ই বুঝি শুনেছে এ-সব ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন