বন্দী ছড়ার গান
অন্ধ আকাশ মেঘের কাছে চাইতে গেলাম বর
মা বলল ‘খোকন সোনা,এবার শুয়ে পড়’
মেঘ ডাকল ‘আয় কাছে আয়,দিচ্ছি ফোটা ফোটা
মধুর সমান জলের ধারা ,মুক্তো গোটা
গোটা
রাত বেড়ে যায়, ঘুম আসে না, হঠাৎ ডাকে পাখি
মেঘের কোলে মুখ লুকিয়ে সুর্য দিল
উঁকি
মাথার উপর জানলা দিয়ে দেখি পাতার
ঘর
একটা চড়ুই দেখতে পেলাম অনেকদিনের
পর
কাচবন্দী বাইস তলায় বন্দী আমি একা
আন্টি এসে বকে শুধু, পাচ্ছিনা মা’র দেখা
অন্ধ আকাশ ঝলক দিচ্ছে ,বলছে ‘খোকা, পড়’
আমি শুনছি মায়ের ডাক ‘ খোকা, শুয়ে পড়’ ।
২৬.০৬.২০১৫ (শুক্র বার) রাত-
১১.১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন